“বাংলাদেশে জরুরী ভিত্তিতে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন”- যুক্তরাষ্ট্র (ভিডিও)
কংগ্রেসম্যান ম্যাট স্যালমন, চেয়ারম্যান পররাষ্ট্র মন্ত্রনালয় কমিটি এশিয়া : “প্রথমত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চুপ থাকার অবস্থা নাই” কারন বাংলাদেশে রাজনৈতিক অবস্থা ক্রমশ খারাপের দিকে ধাবিত হচ্ছে।বাংলাদেশের সার্বিক নিরাপত্তা আজ হুমকির সম্মুখিন। যে কারনে জঙ্গি গোষ্ঠী গুলো মাথাচাড়া দিয়ে উঠছে। এরূপ অবস্থা সামরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করা যাচ্ছে।
বাংলাদেশ ১৬ কোটি জনগনের দেশ এবং ২ টি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপির নেতৃত্বে পরিচালিত হয়। ২০০৯ এ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশটিতে একটি গনতান্ত্রিক প্রক্রিয়া বজায় ছিল কিন্তু ২০১৪ সালের এক তরফা নির্বাচনের কারনে পুনরায় দেশটিতে রাজনৈতিক অশান্তি বিরাজ করছে। ফলে বিতর্কিত জাতীয় নির্বাচনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং দেশটির ভবিষ্যৎ আজ হুমকির সম্মুখীন। ঐ নির্বাচনের পরেই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ মৃতপ্রায়। অন্যদিকে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের পারস্পারিক কর্মকাণ্ডে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে যা কিনা সমগ্র গনতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে ৷


No comments:
Post a Comment
Thanks for your comment.