Tuesday, 5 July 2016

বেতন দাবি করায় আশুলিয়ায় শ্রমিকদের উপর গুলি বর্ষণ, অর্ধশতাধিক আহত


সাভার: বেতন না পাওয়ায় তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ মিছিল করায় শ্রমিকদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার বিকালে সাভারের আশুলিয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার মালিকের গ্রেফতার ও বিচারের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় রাজধানীর সায়মন মিয়ার গ্রীণ লাইফ নীট কম্পোজিট কারখানায় এঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ঈদকে সামনে রেখে আজ সোমবার গ্রীণ লাইফ গার্মেন্টস এ তিন হাজার শ্রমিকের বেতন দেওয়ার কথা ছিলো। কিন্তু মালিকপক্ষ বিকালে শ্রমিকদের বেতন না দেওয়ায় কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল শুরু করে শ্রমিকরা। এসময় কারখানার মালিক সায়মন ও আশুলিয়া ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য জালাল আহমেদ কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের উপরে নিজস্ব অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে গুলি চালায়। এসময় কারখানার মালিকের এলোপাথারী গুলিতে কারখানার শ্রমিক হাছান, বাদশা, লাকি, রহিমাসহ গুলিবিদ্ধসহ দেড় শতাধিক শ্রমিক আহত হন। পরে শ্রমিকরা কারখানার মালিক সায়মন ও ঝুট ব্যবসায়ী জালাল আহমেদকে গ্রেফতারের দাবিতে বাইপাইল-আব্দুল্লাজপুর মহাসড়ক অবরোধ করা হয়। এসময় শিল্প পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে অন্য শ্রমিকরা গুলিবিদ্ধসহ আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এঘটনায় কারখানার প্রায় এক’শ শ্রমিককে কারখানার ভিতরে একটি রুমে আটকে রেখে মানুষিক ভাবে নির্যাতন করেছে মালিক সায়মন।

এবিষয়ে শিল্প পুলিশ-এর পরিচালাক মোস্তাফিজার রহমান বলেন, তদন্ত করে কারখানার মালিককে আইনের আয়তায় আনা হবে।

No comments:

Post a Comment

Thanks for your comment.

 
Blogger Templates