Tuesday, 5 July 2016

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান আলোচনা

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা। গুলশানে সন্ত্রসী হামলা পরিস্থিতিতে সন্ত্রাস ও জঙ্গী প্রশ্নে দুই দেশ আরও সুদৃঢ় পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে।
ঢাকাস্থ জাপান দূতাবাসের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়- মন্ত্রী কিশিদা মার্কিন রাষ্ট্রদূত মিজ ক্যরোলিন কেনেডির সঙ্গে কথা বলেন। প্রায় ১০ মিনিট তাদের মধ্যে কথা হয়। সেখানে রাষ্ট্রদূত ক্যরোলিন ঢাকায় সন্ত্রাসীদের হাতে জাপানী নাগরিকদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন।
তিনি বলেন, এ ধরনের ঘটনা কখনও সহ্য করার নয়। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সরকার জাপান সরকারের সঙ্গে যৌথভাবে লড়াইয়ে আগ্রহী। এ অঞ্চলে জাপাননের জন্য যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতায় যে কোন কিছু করতে প্রস্তুত বলেও জানান রাষ্ট্রদূত ক্যরোলিন। যুক্তরাষ্ট্রের অফারের বিষয়ে জাপানী পররাষ্ট্র মন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঢাকার ঘটনাকে হিংস্র কর্ম আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিব সম্প্রদায়ের সঙ্গে মিলে জাপানের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

No comments:

Post a Comment

Thanks for your comment.

 
Blogger Templates