Sunday, 10 July 2016

ইসলাম প্রচারক জাকির নায়েকের সমর্থনে ভারতে বিশাল মিছিল হয়েছে।

 ইসলাম প্রচারক জাকির নায়েকের সমর্থনে ভারতে বিশাল মিছিল হয়েছে। জাকির নায়েকের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিবাদ জানিয়েছেন তারা। জাকির নায়েকের ওয়াজ ও টেলিভিশনের বিপক্ষে কোনো ধরনের হয়রানিমূলক ব্যবস্থা না নেয়ার জন্য ভারত সরকারের কাছে তারা জোড়ালো আহবান জানান। শুক্রবার - See more at: http://bn.mtnews24.com/jatio/91681/-----#sthash.AeyHvZ0Q.dpufজাকির নায়েকের সমর্থনে ভারতে বিশাল মিছিল

রতের কাস্মিরেও প্রতিবাদ জানাতে ঢল নামে মানুষের। মিছিল শেষে বক্তাদের একই দাবি জাকির নায়েককে যেন হয়রানির শিকার করা না হয়। জাকির নায়েকের অবস্থান সব সময় সন্ত্রাসের বিপক্ষে বলে উল্লেখ করেন বক্তারা।  জাকির নায়েকের বিপক্ষে জোড় করে কোনো সিদ্ধান্ত নিলে কঠোর ব্যবস্থা নেয়া বলে ঘোষণা দেয়া হয়।   ভারতীয় মিডিয়া ইন্ডিয়ান টাইমস এই খবর দিয়েছে। মিছিলে মুসলমানরা বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে হাজির হয়। জাকির নায়েকের পক্ষে শ্লোগান দেয়া হয়। ভারত সরকার যেন জাকির নায়েকের বিপক্ষে কোনো অবিচার মূলক সিদ্ধান্ত না নেয় মোদি সরকারের সে আহবান জাননো হয় মিছিল ও সমাবেশ শেষে। ৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর - See more at: http://bn.mtnews24.com/jatio/91681/-----#sthash.AeyHvZ0Q.dpuf

No comments:

Post a Comment

Thanks for your comment.

 
Blogger Templates