ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা বুরহান মুজাফফার নিহত হয়েছেন।
এ ঘটনায় কাশ্মীরের দক্ষিণে সাধারণ জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ জনতার সংঘর্ষ হয়। পরে শ্রীনগরের বেশ কিছু এলাকায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন।
শনিবার স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর দাবি, শুক্রবার বিকেলে অনন্তাগ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মুজাফফার ও তার সঙ্গীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে মুজাফফার ও তার দুই সঙ্গী নিহত হন।
এদিকে এ ঘটনায় রাজ্যের বেশকিছু জায়গায় ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এর আগে বুরহান মুজাফফারের অবস্থান জানাতে পারলে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল ভারত সরকার।


No comments:
Post a Comment
Thanks for your comment.