দুই বছর পর থেকে দেশের কৃষকদের কাছ থেকেও কর আদায় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত 'জাতীয় বাজেট ২০১৬-১৭ পরবর্তী পর্য়ালোচনা: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী মুহিত বলেন, এখন সময় হয়েছে আমাদের চাষী কিষাণরা, তাদেরও এখন ট্যাক্স দিতে হবে। কারণ এখন বেশ বড় কৃষক অনেক হয়ে গেছে।
তবে অর্থমন্ত্রী স্বীকার করেন, কৃষিখাতে কর আরোপ করার ক্ষেত্র খুব একটা বেশি হয় নাই, কিন্তু এলাকার প্রোডাক্টিভিটি এতো বেড়েছে যে তাদের ওপর করারোপ করা যায়।
এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, পুরো উৎপাদনের ওপর নয় কৃষকদের আয়ের ওপর করারোপ করতে হবে।
সভায় অর্থমন্ত্রী জানান, দেশ থেকে ধীরে ধীরে আখ চাষ উঠিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, আমি আখ চাষকে নিরুৎসাহিত করছি। আখ চাষে সময় লাগে প্রায় নয় মাস। আর চিনি কলগুলোর কারণে দেশের কয়েকশ' কোটি টাকার ক্ষতি হচ্ছে। এছাড়া অনেক জমিও নষ্ট হচ্ছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য অধ্যাপক শামসুল আলমের সভাপতিত্বে সভায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।



No comments:
Post a Comment
Thanks for your comment.