আমি ভারতে ভাত রান্না করতে গেছি কারণ তাদের একজন বাবছির দরকার ছিল আর আপনারা তো জানেন আমি দেবার ক্ষেত্রে উদার তাই কিছু নিয়া আসি নাই আমার সব কিছু দিয়া আসছি আর আপনাদের জন্য বন্ধুত্ব নিয়ে আসছি। বন্ধুত্ব হিসাবে ফেলানির মতো বাংলাদেশ কে ধর্ষণ করবে তারা আর ধর্ষণ এর কথা কেউ বললে তাকে জঙ্গি বানানো হবে। মানিক আমার সোনার ছেলে তাকে দিয়া আর সম্বব না সে ক্লান্ত আর পরিশ্রান্ত তাই নানার দেশের শরণাপন্ন। আমার আদেশ আপনারা সবাই কাপড় উঠিয়ে রাখবেন।


No comments:
Post a Comment
Thanks for your comment.